বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজনৈতিক জীবনে তিনি প্রথম শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুর-১ আসনে (শিবচর) প্রতিদ্বন্দ্বিতা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক ভাবে তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ফুসফুসে পানি জমে তিনি অনেক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ৩ বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী
এক শোক বার্তায় তিনি জানিয়েছেন, 'খলিলুর রহমান ঠান্ডু চৌধুরীর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনের শুরু থেকেই স্থানীয় বিএনপিতে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।'
মরহুমের ভাগিনা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেন, 'মামা অনেক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ছিলেন। বৃহস্পতিবার ১১টার দিকে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার মামার জানাজার নামাজ শিবচরের বাহাদুরপুরে পীর মঞ্জিল মাঠে অনুষ্ঠিত হবে।