বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানালেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

২ সপ্তাহ আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

বুধবার (৩১ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের সঙ্গ সাক্ষাৎ করেন ভিজিতা হেরাথ।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতে  শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

 

এছাড়াও ভারত, নেপাল, ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরাও শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মরদেহে।

 

শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। এ ছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

 

আরও পড়ুন: জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

 

বিদেশি অতিথিরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

 

বিকেল সাড়ে ৪টার পরপরই রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানী এভার কেয়ার হাসপাতালে মারা যান তিনি।

 

তার শেষ বিদায়ে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে। প্রিয় নেত্রীর মৃত্যুতে সমগ্র দেশ এখন শোকাতুর।
 

]]>
সম্পূর্ণ পড়ুন