সোমবার (৩০ জুন) বিকেলে যশোর শহরের ষষ্টিতলা পিটিআই স্কুল মোড়ে যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নারী শক্তির উন্নয়ন অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বিএনপি নেতাকে জড়িয়ে নারীর অশ্লীল ছবি, মানববন্ধনে নেতাকর্মীর প্রতিবাদ
নারী নেত্রী নুরুন নাহারের সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন অন্যায় অপকর্ম তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। শেখ হাসিনা চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছিল কিন্তু দেশ ছাড়া করতে পারেনি। কারণ বিএনপির সাথে বরাবরই দেশের জনগণ আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা জনবিচ্ছিন্ন ছিল বলেই, নির্যাতিত নিপীড়িত জনগণই তাকে দেশ থেকে বিতাড়িত করেছে।
আরও পড়ুন: নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি
সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনুসহ নগর মহিলা দলের নেতারা বক্তব্য রাখেন।
]]>