বিএনপি কার্যালয় ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় গোয়েন্দা জালে যুবদল নেতাসহ ৫

২ সপ্তাহ আগে
জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, গুলি বর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাদের গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

 

আরও পড়ুন: জামালপুরে জামাই মেলায় মানুষের ঢল

 

তিনি বলেন, গতরাতে রাজধানীর গুলশান ২ নাম্বার রোড়ের একটি হোটেল থেকে তাদের ৫ জনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবো।

 

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাতে রাস্তা পারাপারকে কেন্দ্র করে এম রশিদ নামের বেসরকারি একটি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর করে দুর্বত্তরা। পরে হাসপাতালের পাশে শাহীন নামে এক ব্যক্তির বাড়ি ও বিএনপির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করে। ছোঁড়া হয় গুলিও।

 

আরও পড়ুন: জামালপুরে হাসপাতাল ভাঙচুরের বিচার দাবি, ক্লিনিক বন্ধের ঘোষণা

 

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাহীন বাদি হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর গোয়েন্দা তাদের গ্রেফতারে কাজ করতে থাকে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন