রোববার (৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশি ইউনিয়নের ঘাসিগাঁও হাইস্কুল মাঠে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে এমরান সালেহ এ কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়ে আস্তাকুঁড়ে চলে গেছে। বিএনপি জনগণের দল। বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক ভেতরে, জনগণের হৃদয়ের মণিকোঠায়।’
আরও পড়ুন: আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে তারেক রহমান: সালাউদ্দিন টুকু
অনেকে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো এখনও কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মনে হয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশনে পরিণত হয়েছে।’
স্বদেশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া, আবু হাসনাত বদরুল, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য রাখেন।