বিইউপি ছাত্রীকে ধর্ষণ: বিপ্লব রোজারিও ২ দিনের রিমান্ডে

২ সপ্তাহ আগে
সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় বিপ্লব রোজারিওর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

 

গত সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে মামলার সবশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে র‍্যাব-৪-এর একটি দল।

 

এর আগে গত ১৮ অক্টোবর এই মামলার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসকে এবং ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করে জেলা ও ডিবি পুলিশ। এদের মধ্যে ১৯ অক্টোবর তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ মিঠু বিশ্বাসকে দুদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। আর ২০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিন অভিযুক্ত সোহেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরও পড়ুন: বিইউপি ছাত্রীকে ধর্ষণ, আসামি মিঠুর ২ দিনের রিমান্ড

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশুশিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সহযোগিতায় ভুক্তভোগীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন।

 

এ ঘটনায় ১৬ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন