বায়ার্নকে হারিয়ে শেষ ষোলোতে বেনফিকা

২ সপ্তাহ আগে
বায়ার্ন মিউনিখকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলো বেনফিকা। হারলেও অবশ্য সমস্যা হয়নি জার্মান জায়ান্টদের। কারণ তারা আগেই নিশ্চিত করেছিল রাউন্ড অব সিক্সটিন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে বায়ার্নকে ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করলো বেনফিকা। ৩ ম্যাচ শেষে পর্তুগিজ ক্লাবটির পয়েন্ট ৭। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে পরের রাউন্ডে পা রেখেছে বায়ার্ন।

 

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এদিন ম্যাচ হারলেও আধিপত্য করেই খেলেছিল বায়ার্ন। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় তারা। যার ৪টি ছিল গোলমুখে। একবার জালে বলও জড়িয়েছিল তারা। কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় গোলটি।

 

আরও পড়ুন: সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন নেইমার

 

অন্যদিকে মাত্র ২৭ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে বেশ ধার ছিল বেনফিকার। ৭টি শট নিয়ে ৪টিই গোলমুখে রেখেছিল তারা।

 

ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে ১৩তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরাপের গোল। আক্রমণে উঠে ডানপ্রান্ত থেকে বক্সের পেনাল্টি এরিয়ার কাছে পাস দেন ফ্রেডরিক আর্নসনেস। বল দখলে নিয়ে জালে জড়ান শেলডেরাপে। এরপর গোল শোধ করতে মরিয়ে হয়ে ওঠে হ্যারি কেইনরা। কিন্তু বেনফিকার গোলবারে চীনের মহাপ্রাচীর হয়ে বাভারিয়ানদের সব আক্রমণ ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। অবশ্য কপালটাও খারাপ ছিল কেইনদের। অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মাঠের অবস্থা নিয়ে নাখোশ পিএসজির কোচও

 

তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বেনফিকা। শেষ ষোলোতে পর্তুগিজ ক্লাবের প্রতিপক্ষ এখনো নিশ্চিত না হলেও ২৯ জুন রাতে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন।

]]>
সম্পূর্ণ পড়ুন