শনিবার (১৬ আগস্ট) রাতে এমএইচপি অ্যারেনায় ভিএফবি স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের পক্ষে হ্যারি কেন ও লুইস দিয়াজ গোল দুটি করেন। ম্যাচের অন্তিম সময়ে জেমি লেয়েলিং স্টুটগার্টের পক্ষে একটি গোল শোধ করেন।
এমএইচপি অ্যারেনায় লড়াই হয়েছে সমানে সমানে। বায়ার্ন ১৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে, অন্যদিকে স্টুটগার্ট ১৪ শটের ৫টি লক্ষ্যে রাখে।
১৮ মিনিটে কেন বায়ার্নকে লিড এনে দেন। ডি-বক্সে প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সহজেই বল জালে পাঠান এই ইংলিশ তারকা।
আরও পড়ুন: রাফিনিয়া-ইয়ামালের নৈপুণ্যে জয়ে মৌসুম শুরু বার্সার
স্টুটগার্টের বিপক্ষে পাঁচ ম্যাচে ৭ গোল করলেন কেন। বুন্দেসলিগার কোনো দলের বিপক্ষে এটি যৌথভাবে তার সর্বোচ্চ গোলের রেকর্ড। আউক্সবুর্গের বিপক্ষেও ৭ গোল আছে কেনের।
গোলের পর খেলার নিয়ন্ত্রণ বায়ার্নের হাতেই ছিল। তবে, প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যায়। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। সার্জ গ্যানাব্রির বাড়ানো বল বক্সে পেয়ে যান দিয়াজ। ফ্লিক করে বল জালে পাঠান লিভারপুল থেকে সদ্যই যোগ দেয়া এই কলম্বিয়ান।
গোল করার পর লিভারপুলের সাবেক সতীর্থ দিয়োগো জোটার মতো করে উদযাপন করে দিয়াজ। গোলটি এই প্রয়াত পর্তুগিজ তারকাকে উৎসর্গ করে তিনি।
আরও পড়ুন: হলান্ড ও দলে নতুন আসা দুই তারকার গোলে সিটির শুভসূচনা
যোগ করা সময়ে জার্মান ফরোয়ার্ড ইয়েলিং একটি গোল শোধ করলে খেলায় কিছুটা রোমাঞ্চ জাগে। কিন্তু সমতাসূচক গোলের দেখা পায়নি স্টুটগার্ট।
আগামী শুক্রবার(২২ আগস্ট) বুন্দেস লিগায় শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ লাইপজিগ।