বায়ার্ন ছেড়ে আল নাসরে যোগ দিলেন ফরাসি তারকা

৪ সপ্তাহ আগে
গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল। কিংসলে কোম্যান ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরে যোগ দিতে পারেন। অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। বায়ার্ন মিউনিখ থেকে ৩ বছরের চুক্তিতে সৌদি ক্লাবে যোগ দিয়েছেন ফরাসি ফুটবলার।

কোম্যান ৩৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে আল নাসলে নাম লিখিয়েছেন। জার্মান ক্লাবের সঙ্গে প্রায় ১০ বছরের সম্পর্কের ইতি ঘটল তার। ২০১৪ সালে প্রথমে লোন, পরে পাকাপোক্তভাবে জার্মান ক্লাবটার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন কোম্যান।


২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাভারিয়ানদের হয়ে গোল করেন কোম্যান। এবারের প্রাক-মৌসুমেও ম্যাচ টাইম পেয়েছেন ভালোই। তবুও কেন এই ফুটবলারকে বিক্রি করলো বায়ার্ন? কারণটা তার মোটা অঙ্কের বেতন। সাবেক সিইও অলিভার কানের সময়ে হওয়া চুক্তিতে বার্ষিক ১৭ থেকে ১৮ মিলিয়ন ইউরো পেতেন কোম্যান। তবে কান পরবর্তী সময়ে বেতন কাঠামোতে লাগাম টানছে জার্মান জায়ান্টরা। তার অংশ হিসেবে ছেঁটে ফেলা হলো ফরাসি ফুটবলারকে।


কিছুদিন আগেই লিভারপুল থেকে লেফট উইঙ্গার লুইস দিয়াজকে দলে ভিড়িয়েছে বায়ার্ন। এছাড়াও স্কোয়াডে আছেন সার্জ গনাব্রিও। কোম্যানের বিদায়ে তাই কোচ ভিনসেন্ট কোম্পানির কাছে কমে আসলো অপশন। এমনিতেই ইনজুরির কারণে গোটা মৌসুমের জন্য ছিটকে গেছেন জামাল মুসিয়ালা।


আরও পড়ুন: বায়ার্নকে শিরোপা জেতানোর পথে দিয়াজ স্মরণ করলেন জোটাকে


কোম্যানের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে আল নাসরের। হোয়াও ফেলিক্স, ইনিগো মার্তিনেজের পর তৃতীয় বড় মুখ এই ফরাসি। আক্রমণভাগে সানে আর রোনালদোর সঙ্গে জায়গা ভাগাভাগি করে নেবেন তিনি। সৌদি ক্লাবটাও এবারের মৌসুমে হয়ে উঠলো আরও ফেবারিট।


এবারের ট্রান্সফার উইন্ডোতে আল নাসরের দলবদলের তালিকায় নাম যোগ হতে পারে আরও। অলেক্সান্দার জিনচেনকোকে ছেড়ে দিচ্ছে আর্সেনাল। সম্ভাব্য গন্তব্য ফেনারবাচ। আরেকটা বড় নাম আলেক্সান্দার আইজ্যাক। নিশ্চিতভাবে নিউক্যাসল ছাড়ছেন এই সুইডিশ স্ট্রাইকার। তাকে ভেড়াতে এগিয়ে আছে লিভারপুল। এরই মধ্যে আইজ্যাককে বাদ দিয়ে নতুন মৌসুমের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে নিউক্যাসেল।

]]>
সম্পূর্ণ পড়ুন