নিহতের নাম আক্তার হোসেন (৪৫)। তিনি উপজেলার ভাটি সাভার গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ৪ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের আবদুল হেলিমের সঙ্গে প্রতিবেশী জসিম উদ্দিনের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। বাড়ির সীমানার এক হাত জায়গা নিয়ে চলা বিরোধে গতকাল বৃহস্পতিবার জসিম উদ্দিন ও আবদুল হেলিমের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল হেলিমসহ ৯ জন গুরুতর আহত হন। পরবর্তীতে শুক্রবার সকাল ৭ টার দিকে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবদুল হেলিমের ভাতিজা আক্তার হোসেনসহ দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে আক্তার হোসেনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
এদিকে আক্তার হোসেন এর মৃত্যুর ঘটনার খবর পেয়েই স্থানীয়রা প্রতিপক্ষের বাড়িতে লুটপাট করে জিনিসপত্র নিয়ে গেছে। মৃত্যুর এঘটনায় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: মুলাদীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কৃষকের
মা হাজেরা খাতুন বলেন, ‘এক হাত জায়গা নিইয়াই গন্ডগোল অনেক দিন ধইরা। এই কারণেই আমার পোলাডারে মাইরাইলছে। আমি বিচার চাই।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
]]>