বাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

৪ ঘন্টা আগে
বাড়ির প্রবেশপথ নিয়ে দুই ভাইয়ের বিরোধ। তাতে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে প্রাণ হারালেন বড় ভাই। বুধবার দিবাগত রাত ১২টায় চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত খাজা আহমেদ ওই এলাকার মৃত ওমর আলী খানের ছেলে। আর এই ঘটনায় জড়িত ছোট ভাইয়ের নাম মো. শাহজালাল।

 

নিহত খাজা আহমেদের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন জানান, রাতে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে তিনিসহ আরো কয়েকজন গিয়ে দেখেন একব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এসময় অন্যদের সহায়তায় গুরুতর আহত ওই ব্যক্তিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে ভর্তির পর চিকিৎসক জানান, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখমের কারণে খাজা আহমেদ (৫৫) নামে ওই ব্যক্তি এরইমধ্যে মারা গেছেন।

 

আরও পড়ুন: চাঁদপুরে মাদক নিয়ে ধরা খেয়ে জেলে যুবদল নেতা, হারালেন দলীয় পরিচয়ও

 

এলাকাবাসী জানিয়েছে, খাজা আহমেদ এবং মো. শাহজালাল এই দুই ভাই একসময় প্রবাসে ছিলেন।

 

এরমধ্যে তাদের বাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধ তৈরি হয়। যার জের ধরে বুধবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।

 

ঘটনা সম্পর্কে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, এই ঘটনায় নিহতের ভাই নূর মোহাম্মদ (৫৮), মো. শাহজালাল (৪০) এর তার স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরও পড়ুন: চাঁদপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বাসহ তিনজনকে কুপিয়ে জখম

 

এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন