বাড়িতে এসে চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১২ ঘন্টা আগে
চাঁদপুরে হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সকালে উপজেলা সদরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার নিজ বাসা থেকে থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।


এমন তথ্য নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বিগত ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাছাড়া নতুন করে এলাকায় বিশৃঙ্খলা এবং নাশকতা তৈরি করতে সতীর্থদের প্রস্তুতি নিচ্ছেন। শাহজাহান মিয়ার বিরুদ্ধে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে।


আরও পড়ুন: অস্ত্রের মুখে শিক্ষককে জিম্মি করে ডাকাতি, আহত ৩


গ্রেফতার হওয়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার সহধর্মিণী শাহানারা বেগম জানান, রোববার সকালে পুলিশের একাধিক দল তার বাড়ি ঘিরে ফেলে। পরে তাকে বাসা থেকে বাইরে ডেকে নিয়ে আটক করে। তবে কবে কখন শাহজাহান মিয়া দীর্ঘদিন আত্মগোপন থেকে বাসায় ফেরেন, তা জানাতে অস্বীকৃতি জানান শাহানারা বেগম।
 

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, থানায় নিয়ে আসার পর শাহজাহান মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে দুপুরে চাঁদপুরের আদালতের মাধ্যমে শাহজাহান মিয়াকে জেলহাজতে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন