মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা এলাকার ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে কাফি মিয়ার স্ত্রী মারা গেছেন। সন্তানরা সবাই বাইরে থাকেন। ফলে বাড়িতে তিনি একাই থাকতেন।
মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা তার বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পান। এতে তাদের সন্দেহ জাগলে ফোন করে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: গাইবান্ধার তুলসীঘাট হাটে অতিরিক্ত হাসিল ও সরকারি জায়গা দখলের অভিযোগ
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগেই তিনি মারা গেছেন। ফলে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের কারণে কেউ বাড়ির ভেতরে যেতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·