বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

৩ সপ্তাহ আগে
কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজিব।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জীবন নামে এক যুবক ঘর থেকে ডেকে নিয়ে যায় সজীবকে। পরে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে কুমিল্লা নগরীর অশোকতলা রেলগেটের পাশে ফেলে দিয়ে যায়।


মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মহিনুল ইসলাম। 
নিহত যুবক সজিব হোসেন বাবু (২২) কুমিল্লা দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সজীব স্থানীয় একটি সুপার শপের সাবেক সেলসম্যান হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: নভেম্বরে সিলেটের সড়কে ৩২ জনের প্রাণহানি


পারিবারিক সূত্রে জানা যায়, সজিব দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। এক সময় তিনি স্থানীয় একটি সুপারশপে কাজ করতেন। তবে মাস ছয়েক আগে সুপার শপের চাকরি ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে সজিব বাসায় আসার পর ঘর থেকে তাকে জীবন নামে এক যুবক ডেকে নিয়ে যায়। পরে স্থানীয়সূত্রে পরিবারের সদস্যরা খবর পায় রক্তাক্ত অবস্থায় সজিব অশোকতলা রেলগেটের সামনে পড়ে আছে। রাতেই স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজিব।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরের সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেসরকারি হাসপাতালে যায়। সেখানে সজিবকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে সজিবের মরদেহ তার পরিবার গ্রামের বাড়ি দেবিদ্বার নিয়ে গেছে। পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বললে স্বজনরা সজিবের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন: রাজশাহীতে বেপরোয়াগতির বাস কেড়ে নিল নারীর প্রাণ


এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘নিহতের পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের ভয়ে আমাদেরকে না জানিয়ে সজিবের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে জেনে আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ কুমিল্লায় এনে ময়নাতদন্ত করেছি। পূর্ব শত্রুতা জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। নিহতের পরিবার থানায় এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে যৌথবাহিনী কাজ করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন