আহত মারুফ হাসান ময়মনসিংহ শহরের হরমুজ আলীর ছেলে। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষ করেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার যুগ্ম সদস্য সচিব।
আহত মারুফের ভাই সারোয়ার হোসেন জানিয়েছেন, মারুফ যশোর শহরের পালবাড়ি এলাকায় ভাড়া থাকেন। সোমবার বিকেল ৫টার দিকে মারুফ মোটরসাইকেল নিয়ে শহর থেকে ফিরছিলেন। পালবাড়ি মোড়ে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা লিটন পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় উল্টে গেল পিকআপ, আহত ৩
এতে পড়ে গিয়ে মারুফ গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা মারুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। তবে ছাত্র নেতারা তাকে যশোর সেনা হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক হুমায়রা জানান, মারুফের মুখ ও মাথায় মারাত্মক জখম হয়েছে। এ ছাড়া তার হাত ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
এ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান জানান, মারুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ধাক্কা দেয়া বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আমরা মামলা করবো।