বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

১ দিন আগে
রাজধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। টিপু মোল্লা উত্তর বাসাবোতে থাকতেন।

 

মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া উল্লেখ করেন, খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গার নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বাম পায়ের হাঁটুতে ভাঙা এবং ডাম পায়ের গোড়ালি ভাঙা ও কাটা যখম রয়েছে।

 

আরও পড়ুন: চাঁদপুরের হাজীগ‌ঞ্জে দুই জনের মরদেহ উদ্ধার

 

এতে আরও উল্লেখ করেন, উদ্ধারের সময় মরদেহের পরনের লুঙ্গির কোচে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে। যার মধ্যে একটিতে গাঁজা ভর্তি পাওয়া যায়। তিনি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে অথবা দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পূর্বে তিনি মাদক সেবন করেছিলেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।

]]>
সম্পূর্ণ পড়ুন