বিয়ে আল্লাহর দেয়া নিয়ম-নীতিগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র সম্পর্ক। এ পবিত্র সম্পর্ক সূচনা থেকে গুনাহ থেকে বেঁচে থাকলে সংসার বরকতময় হয়। দাম্পত্য জীবন সুখের হয়।
স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথার অগ্রভাগ ধরে বলে,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি।
আরও পড়ুন: পবিত্র কাবা ধ্বংসের পরিকল্পনাকারী হস্তীবাহিনীর ঘটনা
অর্থ: হে আল্লাহ! আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই। (আবু দাউদ ২১৬০)
]]>