ড. মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ এক বার্তায় জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ১০০ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
তিনি আরও জানান, বাসভবনের বারান্দা থেকে লিভিং রুমে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান ড. মাহাথির। তবে হাসপাতালে নেয়ার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পড়ে যাওয়ার পর শারীরিক কোনো জটিলতা এড়াতে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে ড. মাহাথিরের খুনসুটির ভিডিও ভাইরাল, দেখে মুগ্ধ নেটিজেনরা
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর ধরেই অনিয়মিতভাবে অসুস্থতায় ভুগছেন এই প্রবীণ নেতা। এর আগে গত বছরের ১৩ জুলাই শারীরিক ক্লান্তির কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সেবার প্রাথমিক চিকিৎসা শেষে একই দিনে তিনি বাসায় ফিরতে পেরেছিলেন।
ড. মাহাথির মোহাম্মদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে তার শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বার্তা দিচ্ছেন তার অনুসারীরা।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·