সোমবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজারে স’মিলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, বোগদাদ পরিবহনের (ঢাকা মেট্রো: ব ১১-৭৩৭৯) যাত্রীবাহী বাস চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় বাকিলা পূর্ব বাজারে আসলে বিপরীত দিক থেকে আসা (চাঁদপুর: ল ১১-৫৬২৫) নাম্বারের মোটরমাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক জুলহাস খাঁন।
দুর্ঘটনার পর পর স্থানীয়রা মোটরসাইকেল আরোহী জুলহাসকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
নিহতের পারিবারিক সূত্র জানায়, হাজীগঞ্জে তার বোনের বাড়ি। সম্প্রতি বোন জামাই মারা যাওয়ার কারনে তার বেকারি ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন জুলহাস। প্রতিদিনই তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ পশ্চিম বাজারের দি চিটাগাং বেকারিতে যাওয়া-আসা করে ব্যবসা পরিচালনা করতেন। সোমবার রাতে সেখানে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন জুলহাস খান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ ফোর্স রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।