বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে!

৫ দিন আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে প্রেমের সম্পর্কের জল্পনা উসকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনেতাকে নিয়ে অভিনেত্রীর ভাবনা, দুই তারকার রসায়ন ভাবিয়ে তুলছে নেটিজেনরা।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কেয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, বাশারের কাঁধে মাথা হেলে বসে আছেন কেয়া। দুজনই বেশ হাসিখুশি মেজাজে ছিলেন।

 

ক্যাপশনে কেয়া লেখেন,

যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।

 

এরপর এ লেখা বাশারকে ট্যাগ করেছেন অভিনেত্রী।

 

এমন পোস্টের পর মন্তব্যের ঘরে অনেকেই জানাতে শুরু করেছেন তাদের মতামত। একজন লেখেন, ‘নাটকের সংলাপ, নাকি বিশেষ বার্তা।’ আরেকজন লেখেন, ‘২৮ বছর সিঙ্গেল থাকার পর।’

 

এক ভক্ত দুই তারকাকে পরামর্শ দেন, ‘দুজনই অবিবাহিত হয়ে থাকলে বিয়ে করে ফেলেন, সুন্দর জুটি।’

 

আরও পড়ুন: বাংলাদেশের খ্যাতিমান দুই তারকা, বলুন তো কে?

 

বর্তমানে বাসার-কেয়া জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে।

 

আরও পড়ুন: জুনি থেকে আফসানা মিমি হয়ে ওঠার গল্প জানালেন অভিনেত্রী

 

]]>
সম্পূর্ণ পড়ুন