বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজের ৩০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

১ দিন আগে
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ৩০ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গজারিয়া ঘাটের কাছ থেকে নিখোঁজ শরীফের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


মৃত শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার দূরে গজারিয়ায় ঘাট সংলগ্ন পার্কের কাছ থেকে মরদেহটি উদ্ধারের পর নৌপুলিশকে বুঝিয়ে দেয়া হয়।


নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার


সরেজমিন ঘুরে দেখা গেছে, নিহত শরিফের বাবা-মা ও স্ত্রীসহ স্বজনদের আহাজারি থামছেই না। আর দুই বছরে ছেলে মোহাম্মদ সাউম ফেল ফেল করে তাকিয়ে আছে। এখনও বুঝতে পারছে না। একমাত্র সন্তান নিয়ে ইরানী বেগম এখন দিশেহারা।


এদিকে, এখনও ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করা যায়নি।


উল্লেখ্য, সোমবার সকালে মোল্লারচরের কাছে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৫ জন তীরে উঠতে পারলেও নদীতে হারিয়ে যায় শরীফ।

]]>
সম্পূর্ণ পড়ুন