বালাকোট দিবস: ছাত্রশিবিরের বিশেষ সিম্পোজিয়াম

২ সপ্তাহ আগে
ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক বিশেষ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ মে) ‘বালাকোটের আত্মত্যাগ: ইতিহাস, শিক্ষা ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই সিম্পোজিয়াম অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও হৃদয়গ্রাহী ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। 


সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 


তিনি তার বক্তব্যে বলেন, ‘বালাকোটের বীর শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক। তাদের আদর্শ আজও আমাদের প্রেরণার উৎস। এই আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের প্রতি অবিচল থাকার শিক্ষা দেয়।’


আরও পড়ুন: শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ময়মনসিংহে ছাত্রশিবিরের মানবপ্রাচীর


সিম্পোজিয়ামে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবাগাতুল্লাহ সিবগাহ। তিনি বলেন, ‘ইতিহাস আমাদের শিক্ষা দেয় কীভাবে আদর্শের জন্য আত্মত্যাগ করতে হয়। বালাকোটের ইতিহাস আমাদের দায়িত্বশীল ও আদর্শবান নেতৃত্ব গড়ার প্রেরণা জোগায়।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি দেলোয়ার হোসাইন। সিম্পোজিয়ামে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষে বালাকোটের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন