বার্সেলোনায় বিখ্যাত ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল!

১ সপ্তাহে আগে
বয়সটা মাত্র ১৭। কিন্তু লামিন ইয়ামাল খেললে সমর্থক থেকে শুরু করে নিন্দুকের মুখেও স্তুতিবাক্যই বেশি শোভা পায়। অসম্ভব উপায়ে আকাঁনো-বাঁকানো শটে সমর্থকদের নাজেহাল করার পাশাপাশি গোল-অ্যাসিস্টও আদায় করে নিলে তা ইয়ামালের প্রাপ্যও বটে।

গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন ইয়ামাল। ক্লাবের জার্সিতে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্টও করেছেন তিনি। তাতে বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।


অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই কি না বার্সায় ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল। যা পরে খেলেছেন কিংবদন্তি মেসি। মেসি ছাড়াও বার্সায় ১০ নম্বর পরেছেন ম্যারাডোনা, রিভালদো, রোনালদিনহোরা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভো জানিয়েছে, প্রাক-মৌসুম থেকেই ১০ নম্বর জার্সি পরে খেলবেন ইয়ামাল। যদিও বার্সা এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।


বার্সেলোনায় সবশেষ ১০ নম্বর জার্সি পরে খেলেছেন আনসু ফাতি। ২০২১ সালে মেসি পিএসজির উদ্দেশে বার্সা ছাড়ার আগেই নামডাক কামিয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি তাকে সেই নামডাক ধরে রাখতে দেয়নি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু থেকেই হারিয়ে গেছেন তিনি। সেই ফাতি বার্সা ছাড়ছেন, যে কারণে ইয়ামালের ভাগ্যে জুটছে বিখ্যাত ১০ নম্বর জার্সিটি।


আরও পড়ুন: ৩০০ গোলে মেসি-রোনালদো-এমবাপ্পের চেয়েও দ্রুততম হল্যান্ড


আনসু ফাতি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমাচ্ছেন ফরাকি ক্লাব মোনাকোয়। এই খবর নিশ্চিত করে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বলেছেন, ‘আনসু ফাতি? এই সপ্তাহ ভালো কাটলে আমরা একটা ভালো সংবাদ পাব। সে মোনাকোয় যাচ্ছে।’ দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সা ও মোনাকোর মধ্যে ফাতিকে নিয়ে সমঝোতা চুক্তি হয়ে গেছে।


শুধু ফাতি নন, মোনাকোয় যাওয়ার গুঞ্জন আছে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও। গত মৌসুমের মাঝে ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। বার্সা ওই অবস্থায় ভয়চেক সেজনির অবসর ভাঙিয়ে দলে নেয়। আসন্ন মৌসুম শুরুর আগে আরও এক গোলরক্ষক দলে ভিড়িয়েছে তারা। এস্পানিয়ল থেকে ৬ বছরের চুক্তিতে তারা কিনেছে হুয়ান গার্সিয়াকে। গার্সিয়া গত মৌসুমে ১৪৬টি গোল ঠেকিয়েছেন, যা লা লিগায় সর্বোচ্চ।

]]>
সম্পূর্ণ পড়ুন