বার্সেলোনার প্রেসিডেন্ট হলে প্রথমে মেসিকে ফোন করবেন ভিক্তর ফন্ট

১ সপ্তাহে আগে
বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী ভিক্তর ফন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, ক্লাবের সভাপতি হলে সবার আগে তিনি ফোন করবেন লিওনেল মেসিকে। তিনি এ-ও বলেছেন , যে-কোনো মূল্যেই হোক না কেন; মেসিকে তিনি বার্সেলোনায় ফিরে পেতে চান।

সম্প্রতি হঠাৎ করেই নির্মাণাধীন ক্যাম্প ন্যু ঘুরে গেছেন লিওনেল মেসি। যা তার ক্লাবে ফেরার জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সমর্থকরাও চান, মেসি যেন আবারও ফিরে যান বার্সেলোনাতেই। 

 

বার্সেলোনার জার্সিতেই মেসির উত্থান, সেখানেই বেড়ে উঠেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। দীর্ঘদিন খেলেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির জার্সিতে করে গেছেন একের পর এক রেকর্ড, জিতেছেন অসংখ্য ট্রফি। তাইতো, মেসিকে ছাড়া বার্সেলোনা যেন কেমন একটা শূন্য শূন্য লাগে সমর্থকদের কাছে।     

 

২০০৪ সালে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসেন লিওনেল মেসি। এরপর আর পেছনে ফিরে তাকাননি এই কিংবদন্তি। মাঝে অবশ্য হোঁচট খেয়েছেন, জাতীয় দলের হয়ে কোনো ট্রফি না জেতায় কতই না কটু কথা শুনতে হয়েছে তাকে। অবশেষে ২০২২ সালে বিশ্বকাপ জিতে নামের পাশে কিংবদন্তি নামটা একেবারে পাকাপোক্ত করে নেন মেসি। 

 

পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনায় রীতিমতো রাজ করেছেন মেসি। ১৭ বছরেরও বেশি সময় ধরে ক্যাম্প ন্যুতে ছিলেন তিনি। বার্সার জার্সিতে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। 

 

আরও পড়ুন: আমার ছেলে রোনালদোর বড় ভক্ত: ট্রাম্প

 

অবশেষে ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন মেসি। ফ্রি ট্রান্সফার হিসেবে মেসি তখন যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটানোর পর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। 

 

মায়ামিতে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। তবে এর মধ্যেই সম্প্রতি ক্যাম্প ন্যুতে গিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে মেসি ক্যাপশনে লিখেন, ‘আমি আশা করি একদিন ফিরে আসতে পারবো। এবং কেবল একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, যেমনটি আমি কখনও করতে পারিনি।’ 

 

এদিকে মুন্ডো দেপোর্তিভোর সাথে এক সাক্ষাৎকারে বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী ভিক্তর ফন্ট বলেন, ক্লাবটির বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তাকে পরাজিত করতে পারলে তিনি সবার আগে ফোন করবেন মেসিকে। 

 

‘ব্যক্তিগতভাবে, একজন বার্সা ভক্ত হিসেবে, আমার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এটি তার উপর নির্ভর করে, এবং আমাদের যা করা উচিত নয় তা হলো তাকে ব্যবহার চেষ্টা করা।’

 

আরও পড়ুন: শ্রীমঙ্গলে নিজ বাড়িতে গিয়ে উচ্ছ্বসিত শমিত, বরণ করে নিতে মানুষের ঢল

 

অবসর নেওয়ার আগে বিশ্বকাপজয়ী মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন সম্পর্কে প্রশ্ন করা হলে ফন্ট বলেন, ‘আমি মনে করি লাপোর্তা এটা করেছেন এবং অনেক বার করেছেন। এবং আমি মনে করি এটা তিনি ভুল করেছেন। এর স্পষ্ট উদাহরণ নির্বাচনের সময় ছিল, প্রতিশ্রুতি ভঙ্গের আরেকটি উদাহরণ। আমি বিশ্বাস করি মেসিকে ব্যবহার করা উচিত নয়। তবে মেসির জানা উচিত যে, আমি যখন নির্বাচনে জয়লাভ করবো, তখন সবার আগে যা করবো তা হলো, ফোন তুলে তাকে ফোন করা। এটি হবে আমার প্রথম ফোন কল (নির্বাচনে জয়লাভ করার পর)।’ 

 

তিনি আরও বলেন, ‘আমাদের কর্তব্য হলো ভবিষ্যতের জন্য অবদান রাখতে পারে এমন সবার সাথে কথা বলা এবং তাদের উদ্দেশ্য জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা বলছি এটাও গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে তারা ক্লাবের সম্পদ। তাদেরকে ব্যবহার করার কোনো মানে হয় না। কিন্তু আমি যেটা বলেছি, নির্বাচনে জিতলে আমি প্রথমে যাকে ফোন করবো তিনি হলেন মেসি।’ 

 

ভিক্তর ফন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, বার্সেলোনার সভাপতি হিসেবে তিনি লাপোর্তার বিপক্ষে লড়বেন। প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে ফন্ট লাপোর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। লাপোর্তার বিরুদ্ধে ফন্ট অভিযোগ করেছেন যে, ৮০ মিলিয়ন ইউরো লোকসানের খবর গোপন করেছেন লাপোর্তা। ক্যাম্প ন্যু পুনর্নির্মাণ প্রকল্পটি নির্মাণ সংস্থা লিমাককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন, এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করেন ফন্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন