বার্সেলোনাকে সম্মান করে ইন্টার, তবে ভীত নয়

৩ সপ্তাহ আগে
একদিকে উড়ছে বার্সেলোনা, আরেক দিকে হঠাৎ করেই পথ হারিয়েছে ইন্টার মিলান। সবশেষ কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উৎসব করেছে বার্সেলোনা। ট্রেবল জয়ের পথে ইতোমধ্যে এক ধাপ এগিয়ে গেছে তারা। অন্যদিকে মৌসুমের শেষ ভাগের গুরুত্বপূর্ণ সময়ে এসে হুট করেই যেন পথ হারিয়ে ফেলেছে ইন্টার মিলান। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরেছে দলটি।

হঠাৎ করেই পথ হারানো ইন্টারের সামনে এবার অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বুধবার রাতে তারা মাঠে নামবে ছন্দে থাকা বার্সেলোনার বিপক্ষে। তবে প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মান থাকলেও তাদের নিয়ে ভীত নন ইন্টার মিলান। 

 

রোববার (২৭ এপ্রিল) ঘরের মাঠে রোমার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইন্টার মিলান। আগের রাউন্ডে বোলোনিয়ার মাঠেও একই ব্যবধানে হেরেছিল সিমোনে ইনজাগির দল। ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের ফিরতি লেগে এসি মিলানের কাছে তারা হেরেছে ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ইতালিয়ান কাপ থেকে বিদায় নেয় ইন্টার। 

 

আরও পড়ুন: ইন্টার মিলানকে সহজভাবে নিচ্ছেন না বার্সা কোচ

 

লিগে টানা দুই হারে শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ইন্টার মিলান। তাদের টপকে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে নাপোলি। তাদের পয়েন্ট ৭৪, আর ইন্টারের পয়েন্ট এখন ৭১। 

 

লিগ কাপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সবকিছু ঠিক থাকলে লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার ঘরেই। চলতি বছর এখন পর্যন্ত স্রেফ একটি ম্যাচ হেরেছে কাতালানরা। 

 

ইন্টারের কোচ ইনজাগি কোপা দেল রের ফাইনাল দেখেননি। তবে বার্সেলোনা কতটা শক্তিশালী দল, তা তিনি জানেন। রোমার বিপক্ষে হারের পর সামনের লড়াইয়ের জন্য দলকে উন্নতির তাগিদ দিয়েছেন ইন্টার কোচ। ‘আমরা জানি বার্সেলোনা কেমন দল, এর জন্য গতকালের (শনিবার) ম্যাচ দেখার দরকার ছিল না। আমরা (প্রতিপক্ষের প্রতি) সম্মান রেখে মাঠে নামবো, তবে ভয় নিয়ে নয়।’ 

 

আরও পড়ুন: যে ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে পিএসজি বা আর্সেনাল

 

ইনজাগি আরও বলেন, ‘রোমা দুর্দান্ত খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি। আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল, কিন্তু এটাই ফুটবল। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারিনি আমরা। আমাদের আবার ছন্দ খুঁজে পেতে হবে, কারণ এখনও লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে।’ 

 

রোমার বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়েছেন ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দ। প্রথমার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। বার্সেলোনার বিপক্ষে তাকে হয়ত মাঠের বাইরেই থাকতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন