এনট্রাঙ্কট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক লুইস স্টেডিয়ামে। ক্যাম্প ন্যুর সংস্কার কাজে হাত দেওয়ার পর এই মাঠকেই হোমভেন্যু ধরে খেলে আসছে বার্সেলোনা। কিন্তু ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি ক্যাম্প ন্যুতে হবে। এক বিবৃতিতে বার্সেলোনা এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘বার্সেলোনা ঘোষণা করছে যে, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ষষ্ঠ ম্যাচটি, যা আগামী ৯ ডিসেম্বর হওয়ার কথা, তা স্পটিফাই ক্যাম্প ন্যুতে গড়াবে।’
আরও পড়ুন: বার্সেলোনার প্রেসিডেন্ট হলে প্রথমে মেসিকে ফোন করবেন ভিক্তর ফন্ট
সংস্কার কাজে হাত দেওয়ার পর দুই বছর ছয় মাসের বিরতি। এর মাঝে বদলেছে ক্যাম্প ন্যু এর অনেক কিছু। গ্যালারি, ড্রেসিং রুম, মাঠ থেকে শুরু করে ভবন। নতুনভাবে সাজানো হচ্ছে ঐতিহাসিক ক্যাম্প ন্যু। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হলেও কয়েকদিন আগেই সেখানে অনুশীলন করেছে বার্সা। কাজ বাকি থাকলেও এবার ঘরের মাঠে ফেরার অপেক্ষা শেষ হতে চলেছে দলটার।
সংস্কার কাজ বাকি থাকায় এখনও পুরো স্টেডিয়ামভর্তি দর্শক সেখানে বসে খেলা উপভোগ করতে পারবেন না। রেনোভেশন শেষে নতুনভাবে সাজানো ক্যাম্প ন্যুর দর্শক ধারণ ক্ষমতা হবে এক লাখ পাঁচ হাজার। তবে, এখন ৪৫ হাজার ৪০১ জন দর্শক একসঙ্গে বসে ক্যাম্প ন্যুতে খেলা উপভোগ করতে পারবেন বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।
২০২৩ সালে সবশেষ ক্যাম্প ন্যুতে মাঠে নামে বার্সেলোনা। ২৮ মে মায়োর্কার বিপক্ষে ম্যাচ ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে কাতালান ক্লাবটি।

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·