বার্সার সঙ্গে কুন্দের নতুন চুক্তি

৪ সপ্তাহ আগে
সেভিয়া থেকে আসার পর তার ভূমিকা ছিল সেন্টারব্যাক হিসেবে। বার্সেলোনার তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ তাকে খেলতে দেন রাইটব্যাক পজিশনে। এই পজিশনেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন জুলস কুন্দে। এখন তিনি হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের রাইটব্যাক।

বার্সার কাছে জুলস কুন্দের গুরুত্ব এতটাই বেড়েছে যে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে বলতে গেলে ম্যাচই মিস করেননি তিনি। ২০২৩ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৯ এপ্রিল পর্যন্ত তিনি খেলেছেন ৮৬টি ম্যাচ, যা দলের অন্য যে কোনো ফুটবলারের চেয়ে বেশি।


২৬ বছর বয়সি এই ফরাসি ডিফেন্ডারের দিকে নজর ছিল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার। গার্দিওলার চেষ্টার এখানেই ক্ষান্ত দিতে হচ্ছে, বার্সেলোনার সঙ্গে কুন্দে নতুন চুক্তি করেছেন। ২০৩০ সালের জুন নাগাদ কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি। দুই পক্ষের আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত।


বার্সেলোনা এক বিবৃতি দিয়ে কুন্দের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি জানিয়েছে।


আরও পড়ুন: ইয়ামালের বিকল্প খুঁজে পাওয়া রিয়ালের জন্য অসম্ভব: লেভানডোভস্কি


চুক্তি করে কুন্দে বলেছেন, ‘এখানে আমি অনেক খুশি। দলে আমি অনেক কমফোর্ট ফিল করি, ক্লাবের আকাঙ্খার দ্বারা অনুপ্রাণিতও। আমরা প্রতি বছর সব ধরনের শিরোপার জন্য লড়াই করি। দল ছাড়ার কোনো ইচ্ছা আমার নেই।’


কুন্দের সঙ্গে চুক্তির আগে বার্সা লম্বা সময়ের জন্য লামিন ইয়ামাল, পাও কুবার্সি, গাভি ও পেদ্রির মতো তরুণ ফুটবলারদের সঙ্গে চুক্তিতে গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন