বরুসিয়া ডর্টমুন্ড ২-৩ বার্সেলোনা
সিগন্যাল ইদুনা পার্কে বার্সাকে আতিথ্য দিয়েছিল ডর্টমুন্ড। শুরুতেই গোলের দুইটি সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেনি। শুরুর ধাক্কা সামলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ডর্টমুন্ড। তবে প্রথম হাফে কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয় হাফের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৫২তম মিনিটে ওলমোর থ্রু পাস ধরে দারুণ এক গোল করেন রাফিনিয়া। তবে সেই গোল শোধ দিতে বেশি দেরি করেনি ডর্টমুন্ড। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান সেরহো গুইরাসি। ৭১ মিনিটে লেভানডোভস্কির বদলি হিসেবে নামেন ফেরান তোরেস। মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করে বার্সাকে আবারও লিড এনে দেন তিনি।
তবে তিনি মিনিট (৭৮তম) পরই আবারও সমতায় ফেরে ডর্টমুন্ড। বার্সার গোলরক্ষক ইনাকি পেনিয়া সামনে বেরিয়ে আসলে তার সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গুইরাসি। ৮৫তম মিনিটে ম্যাচে তৃতীয় বারের মতো লিড পায় বার্সা। ইয়ামালের পাস পেয়ে দারুণ এক শটে গোল করেন বদলি হিসেবে নামা তোরেস। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে টেবিলের দুইয়ে উঠেছে বার্সেলোনা।
আরও পড়ুন: মাইলফলক ছোঁয়ার দিনেই চোট নিয়ে মাঠের বাইরে এমবাপ্পে
জুভেন্টাস ২-০ ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটির বাজে ফর্ম চলতেই আছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে হেরেছে গর্দিওলার দল। এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে যাওয়ার যাত্রাটা আরও কঠিন হয়ে গেল।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সিটিজেনরা। তবে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের প্রথম হাফে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয় হাফের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৩তম মিনিটে কেনান ইলদিজের ক্রসে সিটির দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। এরপর থুরামের বদলি হিসেবে নামেন ওয়েস্টন ম্যাকেনি।
৭৫তম মিনিটে এই আমেরিকান মিডফিল্ডারই জুভেন্টাসকে দ্বিতীয় গোল এনে দেন। টিমোথি উইয়াহর পাসে চোখধাঁধানো এক ভলিতে লক্ষ্যভেদ করেন ম্যাকেনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা।
৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে জুভেন্টাস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২২-এ সিটি। প্লে–অফ খেলতে হলে অন্তত ২৪–এর মধ্যে থাকতে হবে সিটিকে।
এদিকে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ফরাসি ক্লাব মোনাকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্তেতার দল। জয় পেয়েছে এসি মিলানও। ক্রভেনা জেভেজদাকে ২-১ গোলে হারিয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচগুলোর ফল
বেনফিকা ০-০ বলোগনা
ফেইনুর্ড ৪-২ স্পার্টা প্রাহা
স্টুটগার্ট ৫-১ ইয়ং বয়েজ
অ্যাতলেটিকো মাদ্রিদ ৩-১ স্লোভান
লিল ৩-২ স্টর্ম