বারহাট্টায় ৬ বিএনপি নেতাকে শোকজ

৩ সপ্তাহ আগে
নেত্রকোনার বারহাট্টায় বিএনপির ৬ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

তারা হলেন, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) ও সদস্য মো. মোস্তফা কামাল।

 

বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত নোটিশটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে দেয়া হয়।

 

নোটিশে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: নেত্রকোনায় চীনা নাগরিকসহ আটক ২

 

দলীয় সূত্রে জানা গেছে, শোকজপ্রাপ্তরা সম্প্রতি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে। মাদকের ব্যবসা, চোরাচালানের অভিযোগসহ এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, নৈতিক অবক্ষয়সহ মাদক সেবন ও বিক্রির সংশ্লিষ্টতায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।

 

সম্প্রতি তাদের এসকল ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসকল সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ।

 

এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

 

তবে নোটিশপ্রাপ্তদের সাথে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের কাছে ব্যখ্যা চাওয়া হয়েছে। তারা কি উত্তর দেয় দেখি। তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন