অজিদের বিপক্ষে লর্ডসের ফাইনালে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। শুধু অধিনায়ক হিসেবে নয়, বাভুমা ব্যাটার হিসেবেও দারুণ ভূমিকাই রাখেন। প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচেই পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে চোট। যা তাকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সফর থেকে ছিটকে দিয়েছে।
দুই ম্যাচের সিরিজের জন্য বাভুমাকে ছাড়াই দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বাভুমার অনুপস্থিতিতে অধিনায়ক করা হয়েছে কেশভ মহারাজকে। মহারাজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন।
আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না রাজা
শিরোপা জেতা দলের একাধিক সদস্যকে সিএসএ বিশ্রাম দিয়েছে। এই তালিকায় এইডেন মারক্রাম, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও মার্কো ইয়ানসেন রয়েছেন। লুঙ্গি এনগিদিকে নিলেও দলে রাখা হয়েছে শুধু দ্বিতীয় টেস্টের জন্য। ফলে ডাকও পেয়েছেন একঝাঁক আনক্যাপড প্লেয়ার—দেওলাদ ব্রেভিস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কোডি ইউসুফ ও দ্রে প্রিটোরিয়াস।
বুলাওয়েতে দুদলের প্রথম ম্যাচ শুরু হবে ২৮ জুন। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ৬ জুলাই।
দক্ষিণ আফ্রিকা দল
ডেভিড বেডিংহ্যাম, ম্যাথুউ ব্রিটজকে, দেওলাদ ব্রেভিস, করবিন বোশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কেশভ মহারাজ (অধিনায়ক), কেওনা মাফাকা, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি (দ্বিতীয় টেস্ট), দ্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরাইনে ও কোডি ইউসুফ।
]]>