বাবার সঙ্গে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

২ সপ্তাহ আগে
সাতক্ষীরায় বাবার সঙ্গে সাথে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দেবব্রত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে দেবহাটা উপজেলার বনবিবিতলা সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

মৃত দেবব্রত সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কম্পিউটার অপারেটর  ছিলেন।


প্রতিবেশী গোপাল দাশ জানান, দেবব্রত সিভি হাসপাতালের রিসিপশনে চাকরি করতেন। ছুটিতে বাড়ি এতে আকাশে মেঘ দেখে দেবব্রত তার বাবার সঙ্গে স্থানীয় বিলে ধান কাটতে যান। কাজ শেষ করে বৃষ্টির শুরুর আগে তার বাবা বাড়িতে চলে যান আর দেবব্রত ঝড়-বৃষ্টির শুরু হলে বিল থেকে আসার সময় বজ্রপাতে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।


আরও পড়ুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ ছাত্রীর মৃত্যু


দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। স্থানীয় শ্মশানে ওই যুবকের শেষকৃত্যের কাজ সম্পন্ন হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন