বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষার হলে কিশোরী

৪ সপ্তাহ আগে ১০
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও মানবিক ঘটনা। বাবার মৃত্যুর খবরে ভেঙে না পড়ে শোকের ভার বুকের ভেতর চেপে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন কিশোরী মোসা. মারিয়া আক্তার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন গাবুয়া গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মামুন হাওলাদার। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে নিয়ে আসা হয়।

 

এদিকে সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ছিল তার মেয়ে মারিয়া আক্তারের। জীবনের সবচেয়ে বড় শোকের মুহূর্তে দাঁড়িয়ে বাবার মরদেহ ঘরে রেখেই পরীক্ষাকেন্দ্রে যান তিনি।

 

আরও পড়ুন: মেয়েকে পরীক্ষার হলে নেয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু

 

মারিয়া বলেন, ‘বাবা সবসময় চাইতেন আমি পড়ালেখা করে মানুষ হই। আমি জানি, বাবা আমার জন্য অপেক্ষা করতেন এই পরীক্ষার দিনটার জন্য। তাই কাঁদতে কাঁদতেই প্রস্তুত হই। বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষা দিতে গেছি।’

 

মারিয়া বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছেই চোখ মুছে উত্তরপত্রে কলম ধরেন। সহপাঠীরা জানায়, সে ছিল নিরুত্তাপ কিন্তু তার চোখে ছিল গভীর যন্ত্রণা।

 

স্থানীয়রা বলেন, এমন দৃশ্য আমরা খুব কমই দেখি। মেয়ে পরীক্ষায় গেল আর বাড়িতে বাবার জানাজা হচ্ছিল। এর চেয়ে বড় মানসিক শক্তি আর কী হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন