বাবার প্রথম বলেই ছক্কা হাঁকাল ছেলে (দেখুন ভিডিওতে)

৩ সপ্তাহ আগে
ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল, ছেলের কাছে প্রথম বলেই হজম করলেন বিশাল এক ছক্কা। তবুও হাসিমুখেই মেনে নিলেন মোহাম্মদ নবী। ছেলের কাছে হার মানাই যেন বাবার জীবনের অন্যরকম এক জয়।

গত শনিবারের (১৯ জুলাই) ঘটনা, আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগের এক ম্যাচে মুখোমুখি বাবা-ছেলে। মিস আইনাক নাইটসের হয়ে মাঠে নামেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রতিপক্ষ দল আমো শার্কসের হয়ে মাঠে নামেন তার ছেলে হাসান ইসাখিল।  

 

কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমো শার্কসের হয়ে তখন স্ট্রাইকে ছিলেন নবীর ছেলে হাসান। রাউন্ড দ্য উইকেট থেকে নবীর করা প্রথম বলেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন তার ছেলে হাসান। 

 

আরও পড়ুন: দুবার বিশ্বকাপ উপহার দিতে পেরেছি, এরচেয়ে বড় প্রাপ্তির কিছু নেই: রাসেল

 

মুহূর্তেই এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ছক্কা খাওয়ার পর কিছুটা বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন নবী। অন্যদিকে তার ছেলে ইসাখিল ছিলেন নির্লিপ্ত। হেসে কিছুটা কথা বলেন অপর প্রান্তের ব্যাটসম্যান শহীদউল্লাহ কামালের সঙ্গে। 

 

SON HITTING FATHER FOR A SIX.

- Hassan Eisakhil welcomed his father Mohammad Nabi with a six. 😄pic.twitter.com/2T1gzzXkzq

— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 22, 2025

 

এমন মজার মুহূর্ত নিয়ে মজা করতে ভুলেননি ধারাভাষ্যকারও। মন্তব্য করেন, ‘মোহাম্মদ নবীকে স্বাগত জানানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!’ আরেক ধারাভাষ্যকার বলেন, ‘এই ছেলে কিন্তু মোটেও ভদ্রতা দেখাল না। বাবার প্রথম বলেই এমন ছক্কা!’ 

 

আরও পড়ুন: পাকিস্তানকে আবারও একটা শিক্ষা দিল বাংলাদেশ: রমিজ রাজা

 

ওই ওভারের পর আর বোলিংয়ে আসেননি নবী। সে ওভারে ১২ রান খরচ করেছিলেন তিনি। তবে ছেলের কাছে ছক্কা খেলেও শেষ হাসিটা হেসেছেন তিনিই। ছেলের দল আমো শার্কস ১৬২ রানে অলআউট হয়। ৩ ওভার হাতে রেখে সেই লক্ষ্য টপকে যায় নবীর দল আইনাক নাইটস, ৫ উইকেটের জয় পায় তারা। 

 

নবীর ছেলে ইসাখিল অবশ্য নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ব্যাট হাতে করেছেন ৫২ রান। ঘরোয়া ক্রিকেটে অবশ্য তার শুরুটা ছিল বেশ উজ্জ্বল। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম চার ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন, টি-টোয়েন্টিতে করেছেন ৪টি হাফ-সেঞ্চুরি। আন্তর্জাতিক মঞ্চে হয়তো খুব শিগগিরই দেখা যাবে মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলকে।

]]>
সম্পূর্ণ পড়ুন