বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন নিপুর বাবা ডা. গোলাম মোস্তফা তালুকদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ইত্যাদি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনেতার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন নিপুর বাবা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও পরে উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: কাঁদলেন দিলারা জামান, বললেন আমি কি খারাপ মেয়ে?
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তরার একটি মসজিদে ডা. গোলাম মোস্তফা তালুকদারের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় অভিনেতার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানেই দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: ভালোবাসা দুই সেকেন্ডেই ঘৃণায় রূপান্তর হয়, কেন বললেন অপূর্ব?
]]>