বান্ধবীর সঙ্গে খিচুড়ি খেতে বের হয়ে লাশ হলেন অমিত

২ সপ্তাহ আগে
বান্ধবীর সঙ্গে খিচুড়ি খেতে বের হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অমিত হাসান (২২) নামে এক যুবক।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।


নিহত অমিত হাসান কিশোরগঞ্জ সদর উপজেলার মৃত দুলারের ছেলে। বর্তমানে রাজধানীর কলেজগেট এলাকায় থাকতেন।


নিহতের ছোট বোন সানজিদা আক্তার জানান, রাত ৩টার দিকে এক মেয়েবন্ধুর সঙ্গে অমিত সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় খিচুড়ি খেতে যান। কিছুক্ষণ পর ওই মেয়েটি তাদের বাসায় এসে খবর দেয়, অমিতকে সেখানে কয়েকজন মিলে মারধর ও কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে অমিতকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
 

আরও পড়ুন: ডিএনএ জানিয়ে দিলো অজ্ঞাতনামা খুনির পরিচয়, অভিযুক্ত গ্রেফতার


তিনি আরও জানান, অমিতকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।


কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়টি স্পষ্টভাবে জানাতে পারেননি ছোট বোন সানজিদা।


শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামিউল হক জানান, অমিতের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


তিনি বলেন, যতটুকু জানা গেছে, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অমিত মারা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ছাড়া নিহত অমিতের নামে বেশ কিছু মামলা রয়েছে বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন