সোমবার (৬ জানুয়ারি) রাষ্ট্র্রপতির উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গত ৩০ ডিসেম্বর শামীম আরা রিনিকে কুষ্টিয়ায় ডিসি নিয়োগ দেওয়া হলেও তার সেই আদেশ বাতিল করা হয়।
বর্তমানে বান্দরবান জেলাপ্রশাসক হিসেবে কর্মরত আছেন শাহ মোজাহিদ উদ্দীন। তবে তার পরবর্তী কর্মস্থল কোথায় সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে সরালো ডিএমপি
উল্লেখ্য ২০২৩ সালের ২৪ জুলাই শাহ মোজাহিদ উদ্দীন বান্দরবানে জেলাপ্রশাসক হিসেবে যোগদান করেন।