শনিবার (০৪ জানুয়ারি) সকালে আলিকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম (ছোট ভাই) নুরুল আবছার মামুন। তার বড় ভাইয়ের নাম মোহাম্মদ মুসা।
বান্দরবানের আলীকদমে নয়াপাড়া এলাকায় গরুর বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হন। তাদের বাবার নাম মৃত আনোয়ার হোসেন।
আরও পড়ুন: ছেলের বউয়ের পরকীয়ার জেরে খুন হলেন শ্বশুর
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজের পালিত একটি গরুর বাছুরকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. মুসা (বড় ভাই) ছোট ভাই মামুনের কানে দাঁত দিয়ে কাঁমড় দেন এবং মাথায় আঘাত করেন। সাথে সাথে কান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে এসময় বড় ভাই মুসা ছোট ভাইকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে কক্সবাজার নিয়ে যাওয়ার সময় পথে মারা যান তিনি।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, নয়াপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ও হাতাহাতি থেকে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।