বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে রুমা উপজেলা ও রোয়াংছড়ি উপজেলা। উদ্বোধনী ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এই প্রতিযোগিতায় সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করছে—বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, রুমা উপজেলা, থানচি উপজেলা, আলীকদম উপজেলা এবং লামা উপজেলা। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
প্রধান অতিথি শামীম আরা রিনি বলেন, বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্যও সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এমন ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।