সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় হোটেল ডি মোর কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভা (বর্ধিত সভা) অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সভায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপি নেতারাই দলের বারোটা বাজিয়ে দিচ্ছেন: ফয়জুল
সাংগঠনিক সভার সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান জেলার সকল উপজেলা সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, থানচি, রুমা রোয়াংছড়িসহ বান্দরবান ও লামা পৌরসভা কমিটি ও ৩৪টি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে জেলা কমিটি মনোনীত সংশ্লিষ্ট আহ্বায়ক ও সদস্যদের অধীনে পরিচালিত হবে বিলুপ্ত সব ইউনিট।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা জানান, দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এসময়ে জেলা কমিটির নেতাদের মাধ্যমে এসব কমিটি পরিচালিত হবে।
আরও পড়ুন: ভিন্নমতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি: ফখরুল
উল্লেখ্য, ২০১৪ সালে সদ্য বিলুপ্ত কমিটি গুলো গঠন করা হয়। সেই থেকে এসব কমিটির মাধ্যমে উপজেলা ও পৌরসভা বিএনপির কার্ষক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘবছর ধরে আর কোনো কমিটি গঠিত না হওয়ায় দলীয় কার্যক্রম কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এতে কর্মীদের দাবির প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরাতন কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
]]>