বান্দরবানে বন্ধুদের সঙ্গে বন্দুক নিয়ে মজা করার সময় পর্যটক নিহত

৩ সপ্তাহ আগে
বান্দরবানের আলিকদমে বেড়াতে গিয়ে বন্ধুদের সাথে শিকারী বন্দুক নিয়ে মজা করতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন।

সোমবার (২১ জুয়েল) সকালে আলীকদ‌ম উপজেলার কুরুক পাতা ইউনিয়নের চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ওই পর্যটকের নাম মোহাম্মদ তোহা বিন আমিন (২২)। নিহত তোহা ঢাকার ডেমরা থানার শান্তির বাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ আলামিনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, তোহা ও তার কয়েকজন বন্ধু ঢাকা থেকে আলিকদমের কুরুক পাতা এলাকায় বেড়াতে যায়। সেখানে চাইল্লাতলী পাড়ায় অবস্থান করার সময় স্থানীয় এক বাসিন্দার শিকারী বন্দুক নিয়ে বন্ধুরা মিলে মজা করছিল। একপর্যায়ে শিকারী ওই বন্ধুক দিয়ে মানুষ মারা যায় কিনা এটি দেখার জন্য গুলি করলে তোহার বুকে গুলি লাগে এসময় সে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


আরও পড়ুন: বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে তিন নারীর মৃত্যু


আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, শিকারী বন্ধুক নিয়ে বন্ধুরা মজা করতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন