বান্দরবানে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত যুবক, আহত ১২

২ দিন আগে
বান্দরবানের লামায় ধান বোঝাই একটি ট্রাক উল্টে মং মেচিং মার্মা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া বাজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মংমেচিং মার্মা (৩৫), পোলাউপাড়া সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে।

 

আহতরা হলেন, উ খিংমং মার্মা (৩২),  থোয়াই মং মার্মা (৩৫), এছেন মার্মা (৩৬), থোয়াই উ (৩২)। তারা সবাই সোনাইছড়ি মার্মা পাড়া বাসিন্দা। তবে অনান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: প্রস্তুতি সভায় ঢোকা নিয়ে বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের মারামারি

 

স্থানীয়রা জানান, বিকেলে বাজার পাড়া থেকে ট্রাক ভর্তি করে পোলাউপাড়ায় দিকে ধান নিয়ে যাচ্ছিল। সড়কে মাঝখানে ট্রাকটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় মং মেচিং মার্মা (৩৫) স্থানীয় এক যুবক নিহত হন। আহত হয় চালকসহ অন্তত আরো ১২ জন।

 

তাদের উদ্ধার করে আহতদের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: বান্দরবানে নেকাব পরে ভাইভা, শিক্ষিকাকে লাঞ্ছনার অভিযোগ

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন  ও নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন