বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়ার এএইচএন ইটভাটা থেকে অপহরণ করা হয় তাদের।
অপহৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া সুপছড়ি এলাকার বাসিন্দা তপন দাশ (৬৫) ও বান্দরবান বালাঘাটা এলাকার জয় নাথ (৫৫)। তারা এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
ইটভাটাটির কর্মচারী সুনিল দাশ বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাস্তারমাথা বাজার থেকে তপন দাশের সঙ্গে ভাটায় এসে রান্না করতে যান তিনি। তপন রুমে চলে যান। এর আগে জয় নাথ রুমের মধ্যে মোবাইলে ব্যস্ত ছিল। রান্না শেষে তাদের রুমে খাবার দিতে গিয়ে কাউকে না পেয়ে অনেক ডাকাডাকি করেন। এতেও তাদের সাড়া না পাওয়ায় পাশের লোকজন ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। পরে তপনের মোবাইলে কল দিলে অচেনা এক ব্যক্তি তার ফোন রিসিভ করে বলেন, ইটভাটার বিষয়ে আলোচনা করছেন এবং আশপাশে আছে। পরবর্তীতে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। আর যে রাস্তা দিয়ে অপহরণ করে নিয়ে গেছে সেখানে কয়েকটি পায়ের ছাপ আছে। পায়ের ছাপ ধরে খোঁজাখুঁজি শুরু করলেও তাদের আর পাওয়া যায়নি।’
আরও পড়ুন: টেকনাফে দুই কৃষকসহ তিনজনকে অপহরণ
সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, ‘ইটভাটা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে পাইনি। পায়ের ছাপ দেখে ঝিরি পথে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা নিয়ে গেছে সে বিষয়ে জানা যায়নি।’
এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুছ বলেন, ‘গতকাল আমার ইটভাটা থেকে দুইজনকে নাকি অপহরণ করে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে সেটা জানা যায়নি। কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব বা লেনদেন নেই।’
এবিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘দুইজন নিখোঁজের একটি জিডি করা হয়েছে থানায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’