বান্দরবানে আলোচিত চোরচক্রের মূলহোতা গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

২ সপ্তাহ আগে
বান্দরবানে আলোচিত চোরচক্রের মূলহোতা মংহাইসিং মার্মাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের মধ্যম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  


গ্রেফতারকৃত মংহাইসিং মার্মা জেলা শহরের মধ্যম পাড়া এলাকার মংবোয়াই মার্মার ছেলে।


পুলিশ জানান, বান্দরবান জেলা শহরের মধ্যম পাড়া এলাকায় গত ২০ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মেথুইচিং মার্মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে মধ্যম পাড়া এলাকা থেকে চোরচক্রের মূলহোতা মংহাইসিং মার্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ২টি স্বর্ণের বালা, ৩টি স্বর্ণের চেইন, ৭টি স্বর্ণের আংটি, কানের দুলসহ চুরি হয়ে যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।


আরও পড়ুন: রাজধানীতে ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার


এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, বান্দরবান জেলার মধ্যম পাড়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে মংহাইসিং মার্মা নামে চোরচক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন