বৃহস্পতিবার (১৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে বান্দরবান সরকারি কলেজে পড়ুয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের সামনে অবস্থান করে এবং অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরীকে দ্রুত পদত্যাগ করে কলেজ ছেড়ে চলে যেতে আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত হয়ে শিক্ষা ব্যবস্থাকে দিন দিন ধ্বংস করছে। কলেজে পরিবহন খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩-৪শ’ টাকা নেয়। কিন্তু স্থানীয় শিক্ষার্থীরা নিয়মিত গাড়িতে উঠতে পারছে না।
আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ
শিক্ষার্থীরা জানান, যে শিক্ষকরা কলেজের শিক্ষা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করে তাকে অধ্যক্ষ সুকৌশলে বহিষ্কার করেন। কলেজের শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করা অধ্যক্ষ’র এক প্রকার নিয়মে পরিণত হয়েছে।
এদিকে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার করা হবে বলে আশ্বাস দেন এবং যৌত্তিক দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেয়ার আহবান জানান।