মঙ্গলবার (১ জুলাই) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। এ উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারকে সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে সারা দেশের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বানিয়াচংয়ের ৯ শহীদের পরিবারের সদস্যদের সহায়তা দেয়া হয়।
আরও পড়ুন: নামের আগে ‘ডাক্তার’ লেখায় ফিজিওথেরাপিস্টের কারাদণ্ড
বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের মনোনয়নন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বানিয়াচংয়ের ৯ শহীদের পরিবারের সদস্যদের এ বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠানে নিয়ে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার বিরোধী গণঅভ্যুত্থানে বানিয়াচঙ্গে গুলিবিদ্ধ হয়ে হাসান, তোফাজ্জুল, আকিনুর, আনাস, মোজাক্কির, ছাদিকুল, নয়ন, সোহেল আখঞ্জি ও আশরাফুল নামে ৯ জন আন্দোলনকারী শহীদ এবং প্রায় অর্ধশত আন্দোলনকারী আহত হন।