বাণিজ্যিকভাবে মধু চাষ বাড়ছে পাহাড়ে

৪ সপ্তাহ আগে
পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মৌমাছি চাষ। বাড়তি খরচ ছাড়াই একবার পুঁজি খাটিয়ে পড়াশোনা গৃহস্থালি ও কৃষি কাজের পাশাপাশি মধু চাষ করে করে সংসারের বাড়তি আয় করছে অনেক পরিবার।

বান্দরবানের রুমা থানচি রোয়াংছড়ি আলিকদমসহ সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বেড়েছে মধু চাষ। বান্দরবান জেলার রুমা থানচি রোয়াংছড়ি আলিকদমসহ সদরের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে বাণিজ্যিক মধু চাষ। 


পাহাড়ের আবহাওয়া ও জলবায়ু মধু চাষের উপযোগী হওয়ায় দিন দিন মধু চাষে আগ্রহী হয়ে উঠছে অনেকে। বন জঙ্গল থেকে রাণী মৌমাছি সংগ্রহ করে কাঠের বক্সে বন্দি করা হয়। এরপর পাহাড়ের বিভিন্ন প্রজাতির গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা বক্সের চাকে জমা করে। প্রতিটি বক্সে ২৫ থেকে ৫০ হাজার পর্যন্ত মৌমাছি মধু জমা করে। এভাবে কয়েক মাস পরিচর্যার পর প্রতিটি বক্স থেকে ৩ থেকে ৬ কেজি মধু পাওয়া যায়। পাহাড়ে চাষকৃত অ্যাপিস সেরানা মৌমাছির মধুর গুনগত মান ভাল হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ভাল। প্রতি কেজি মধু বিক্রি হয় ২ থেকে ৩ হাজার টাকায়। 

আরও পড়ন: বান্দরবানে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

স্বল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় মধু বিক্রি করে বাড়তি আয় করছে অনেক পরিবার। 


রোয়াংছড়ি উপজেলার তেতুলিয়া পাড়ার বাসিন্দা মেগ্য মার্মা বলেন, ‘মৌ রানিকে বাড়িতে এনে একটি কাঠের বাক্সে রাখি। কয়েক দিনের মধ্যে সেই বাক্স ও এর চারপাশ মৌমাছির গুঞ্জনে সরব হয়ে ওঠে। রানি মৌমাছি বাক্সে আবদ্ধ করার পর কয়েক মাসের মধ্যেই বাক্স থেকে মধু আহরণ করা যায়। কৃষি কাজের পাশাপাশি এ চাষ করছি। শুধু মেগ্য মার্মা নন, পরিবারের বাড়তি আয়ের জন্য ওই গ্রামের ক্যনুমং মার্মা, উসাইন মং, মেনুপ্রসহ ১৮টি পরিবার বাড়ির আঙিনায় বিশেষভাবে তৈরিকৃত বাক্সে মৌ চাষ করছেন।


পার্বত্য মৌচাক সমিতির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘যারা অস্বচ্ছল পরিবার, ভিটে-মাটি নেই তারা যেন প্রকৃতি থেকে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারে। আমরা সে চেষ্টাই করছি। মৌ চাষে তেমন খরচ নেই, মৌমাছিকে খাবার দিতে হয় না। সে জন্য অস্বচ্ছলদের কাছে এই চাষ খুবই সুবিধাজনক।’

আরও পড়ুন: মধু খাওয়ার সতর্কতা দেখে নিন

এ বিষয়ে বান্দরবান কৃষি অফিসের উপ-পরিচালক এম এম শাহনেওয়াজ বলেন, ‘বান্দরবান হলো প্রাকৃতিক সম্পদের ভরপুর একটি জেলা। এ জেলা মৌ চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাড়ির আঙিনায় কিংবা আশপাশে যে কোনো খালি জায়গায় মো বক্স বসিয়ে মৌ চাষ করা সম্ভব। সঠিকভাবে মৌ চাষ করার জন্য এ পর্যন্ত অনেক চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিভিন্ন মৌ মাছি চাষের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমরা মৌ চাষিদের সহায়তা করার চেষ্টা করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন