রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাটিপাড়া ভাটিঘাগড়া এলাকার বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিক ফকির স্থানীয় ওই এলাকার সেলিম ফকির ও সেলিনা আক্তারের ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আশিককে একই এলাকার শাহীন (২৫) নামের এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আশিক নিখোঁজ ছিল। রোববার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার
পুলিশের ধারণা, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো একসময় দুর্বৃত্তরা আশিককে হত্যা করে ডোবায় ফেলে গেছে। ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·