বাজেট পাসে ব্যর্থ সিনেট, যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু

১৭ ঘন্টা আগে
তহবিল নিয়ে অচলাবস্থার মধ্যে শাটডাউন শুরু হলো যুক্তরাষ্ট্রে। ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাস করতে ব্যর্থ হওয়ায় ছয় বছরের মধ্যে প্রথম বারের মতো শাটডাউন দেখলো যুক্তরাষ্ট্র।

 

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর ফলে এখন লাখ লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে।

 

২০২৫ অর্থবছরের মেয়াদ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে (স্থানীয় সময়) অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি খাত যেমন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকবে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।

 

আরও পড়ুন:পাকিস্তান / ফিল্ড মার্শাল মুনিরের প্রশংসাকে ‘সম্মান’ বলে মনে করেন ট্রাম্প

 

রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, ডেমোক্র্যাটদের কেবল বর্তমান তহবিল আরও সাত সপ্তাহের জন্য বাড়ানোর বিষয়ে সম্মত হতে হবে। সিনেটে কোনো তহবিল ব্যবস্থা পাস করার জন্য তাদের ভোট দেয়ার জন্য বড় ছাড় ছাড়া ডেমোক্র্যাটরা তা করতে অস্বীকৃতি জানান।

 

সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রতিটি সরকারি শাটডাউন আলাদা হয়,তবে সাধারণত জীবন ও সম্পত্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলোকে অপরিহার্য বলে মনে করা হয় এবং খোলা থাকে।

 

গত কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল। রিপাবলিকানদের প্রস্তাবিত একটি অস্থায়ী বিল ডেমোক্র্যাটরা নাকচ করে দেয়, কারণ তাতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের শর্ত ছিল না।

 

হিন্দুস্তান টাইমস জানায়, ২১ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল সরবরাহের জন্য স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসেবে রিপাবলিকানদের তৈরি একটি বিল পাসের শেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রর এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। 

 

আরও পড়ুন:বাজেট দ্বন্দ্বে ‘শাটডাউন’ আশঙ্কায় যুক্তরাষ্ট্র

 

মঙ্গলবার রাতে রিপাবলিকানদের প্রস্তাবিত বিল ৫৫-৪৫ ভোটে ব্যর্থ হয়। ডেমোক্র্যাটদের প্রস্তাবও ৪৭-৫৩ ভোটে টিকতে পারেনি।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন