দিন দুয়েক আগে এক সংবাদ সম্মেলনে ১৫২ জন রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে বাজি ধরার অভিযোগ এনেছিলেন টিএফএফ ইব্রাহিম হাজিওসমানোগলু। শুক্রবার (৩১ অক্টোবর) টিএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে ১৪৯ জনকে আট থেকে ১২ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বাকি তিন জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলমান।
তুর্কি ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু এক বিবৃতিতে বলেন, ‘মাঠে পবিত্র প্রচেষ্টা এবং ন্যায়ের অটল সততার উপর নির্মিত তুর্কি ফুটবলের খ্যাতি। এই মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এমন কোনো কাজ কেবল নিয়মের লঙ্ঘন নয়, বরং বিশ্বাসের ভঙ্গ।’
আরও পড়ুন: ভিনিসিউসের সঙ্গে ঝামেলা শেষ হয়ে গেছে: রিয়াল মাদ্রিদ কোচ
তিনি জানিয়েছেন, ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি একাই নাকি ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন। এছাড়া আরও ৪২ জন রেফারি ১,০০০টিরও বেশি ম্যাচে বাজি ধরেছেন বলে তিনি জানতে পেরেছেন।
হাজিওসমানোগলু বলেন, ‘সাম্প্রতিক তদন্তে প্রকাশ পেয়েছে, কিছু রেফারি ফুটবলের চেতনার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ উপায়ে জুয়া কার্যকলাপে জড়িত ছিলেন। এটি কেবল লঙ্ঘন নয়— এটি একটি অপব্যবহার যা বিবেককে আহত করে এবং ন্যায়কে বিষাক্ত করে।’
আরও পড়ুন: রাশফোর্ডকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করা সমর্থক বড় অঙ্কের জরিমানার মুখে
এর আগে গত সোমবার হাজিওসমানোগলু জানিয়েছিলেন, ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই অন্তত একটি বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন রেফারি বাজির সঙ্গে সম্পৃক্ত। যাদের ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি এবং ১৫ জন শীর্ষ পর্যায়ের সহকারী।
ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্লাব ও খেলোয়াড়দের বিপক্ষেও অনুসন্ধান চালাচ্ছে তুর্কিশ ফেডারেশন। প্রতিবেদনে বলা হয়েছে, তিন হাজার ৭০০ জন ফুটবলারের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত চলছে।
]]>

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·