ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি দেয়া হয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কিন্তু ভিনিসিউসের নেয়া দুর্বল পেনাল্টি শট রুখে দেন মামারদাশভিলি। ম্যাচ শেষে স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে এক সাক্ষাৎকারে মামারদাশভিলি বলেছেন ভিনির সঙ্গে ৫০ ইউরোর বাজি ধরে এই পেনাল্টি সেভ করেছেন তিনি।
মামারদাশভিলি বলেন, ‘ভিনিসিযউসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম। পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’
আরও পড়ুন: সেভিয়াকে হারিয়ে শিরোপার দৌড়ে কি ফিরল অ্যাতলেটিকো?
তবে বাজির টাকা এখনও পাননি বলেও জানিয়েছেন জর্জিয়ার এই গোলকিপার। মামারদাশভিলি বলেন, ‘খেলা শেষেই ওর আমাকে টাকাটা দেয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি।’
এদিকে ভ্যালেন্সিয়ার কাছে হেরে শিরোপার দৌড়ে অনেক বড় ধাক্কা খেয়েছেন রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।